ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপনের কাজ ধীরগতিতে চলায় দুর্ভোগ বেড়েছে

- আপডেট সময় : ০৪:২৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯
- / ১৫৮১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা দূরীকরণ প্রকল্প বাস্তবায়নে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপনের কাজ ধীরগতিতে চলায় দুর্ভোগ বেড়েছে নগরবাসীর। সড়কে খোড়াখুড়ি এবং যত্রতত্র নির্মাণ সামগ্রী ফেলে রাখায় নির্বিঘ্নে চলাচলে প্রতিদিন বাঁধার সম্মুখীন হতে হচ্ছে। সিটি কর্পোরেশন বলছে জনদুর্ভোগ লাঘবে নির্দিষ্ট সময়েই কাজ শেষ করা হবে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবির অর্থায়নে ৫ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ময়মনসিংহ নগরীর মালগুদাম এলাকার রেললাইন থেকে ডেঙ্গু বেপারী রোড ও চামড়াগুদাম হয়ে চড়পাড়া মোড় কালভার্ট পর্যন্ত আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন স্থাপনের কাজ করছে সিটি কর্পোরেশন। প্রায় দুইমাস ধরে চলা এ প্রকল্পের কাজের তেমন কোনো অগ্রগ্রতি নেই। দুর্ভোগ বেড়েছে নগরবাসীর।
সড়কে গ্যাস, বিদ্যুত ও পানির সংযোগে সমস্যা থাকায় পাইপ লাইন স্থাপন কাজে কিছুটা দেরি হচ্ছে স্বীকার করে যতদ্রুত সম্ভব প্রকল্পের কাজ শেষ করার কথা জানালেন সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। শুধু আশ্বাস নয়, নগরবাসীর ভোগান্তি লাঘবে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করবে সিটি কর্পোরেশন, এমনটাই প্রত্যাশা সবার।