ড্র দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করলো জায়ান্ট বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৭:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
ড্র দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করলো জায়ান্ট বার্সেলোনা। নিজেদের প্রথম ম্যাচে রায়ো ভায়োকানোর সাথে গোলশূন্য ড্র করেছে জাভি হার্নান্দেজ শিষ্যরা।
ন্যু-ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বার্সেলোনা। ম্যাচের ১২ মিনিটে বল জালে জড়ান লেভান্দোস্কি। কিন্তু অফসাইডে বাতিল হয় সেই গোল। পরের সময়টাতেও ম্যাচে প্রতিপক্ষের জালে একের পর এক আক্রমণ করেছেন লেভান্দোস্কি, দেম্বেলে, রাফিনহারা। ম্যাচে প্রায় ৭০ শতাংশ বল নিজেদের দখলে রেখেও গোল আদায় করতে পারেনি বার্সা। বিপরীতে সাফল্য পায়নি ভায়োকানোও। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় কাতালানদের। এদিকে লিগে নিজেদের প্রথম ম্যাচ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ এলমেরিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।