ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন
- আপডেট সময় : ১০:০৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. আকবর আলি খানের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জুম্মা গুলশান আজাদ মসজিদে এই মুক্তিযোদ্ধার জানাজা শেষে গার্ড অব অনার দেয় জেলা প্রশাসন। এরপর বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী গোরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় তাঁকে। বৃহস্পতিবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই গুণী অর্থনীতিবিদ। তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন শ্রেণী-পেশার অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়ার পর মারা যান ড. আকবর আলী খান। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। সকালে এভারকেয়ার হাসপাতালের হিমঘর থেকে তাঁর মরদেহ গুলশানের বাসায় নেয়া হয়। সেখানে স্বজন ও বিশিষ্টজনেরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। স্ত্রী ও একমাত্র কন্যাকে আগেই হারিয়ে শেষ জীবনে তিনি ছিলেন অনেকটাই নিঃসঙ্গ।
বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তার জানাযা অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে দেয়া হয় গার্ড অব অনার।
গুণী এই অর্থনীতিবিদ ও শিক্ষাবিদের জানাযায় এসে স্মৃতিচারণ করেন বিশিষ্টজনরা।
তার চলে যাওয়ার এই শূন্যতা সহজে পূরণ হবে না বলে জানান বিএনপি মহাসচিব।
এসময় পরিবারের পক্ষ থেকে তার রূহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চান স্বজনরা।
বাদ আসর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় সমাহিত করা হয় জাতির এ বীর সন্তানকে।