ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে মামলায় বিচার শুরুর নির্দেশ
- আপডেট সময় : ০৫:৪৯:২২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ১৬১১ বার পড়া হয়েছে
ড. ইউনূসসহ ১৩ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও পাচার মামলায় বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। মামলায় সাক্ষ্য গ্রহণ আগামী ১৫ জুলাই থেকে। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ জনকে অভিযুক্ত করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে ঢাকার আদালত। বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। শ্রমিক-কর্মচারী কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় এই আদেশ দেয়া হয়। আদালত থেকে বেরিয়ে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আদালতে শুনানি চলাকালে একজন নিরপরাধ নাগরিকের একটা লোহার খাঁচার ভেতরে গিয়ে দাঁড়িয়ে থাকার বিষয়টি অত্যন্ত অপমানজনক। অর্থপাচারকারী, রক্তচোষা অ্যাখ্যা দিয়ে ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে বলে আবারো অভিযোগ তোলেন তিনি।