ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।
দুপুরে দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজ বিজ্ঞান অনুষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। দুর্নীতির দায় নিয়ে উপাচার্য প্রফেসর ড.ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহবান জানান আন্দোলনকারীরা। অন্যদিকে, দুপুরে ইসলাম নিজ কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের জন্য তিনটি বাস উদ্বোধন শেষে, উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই হলগুলোতে তল্লাশী করা হবে এবং হল থেকে মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থীদের বের করে দেওয়া হবে। এছাড়া, উপাচার্যের পক্ষে বিশ্ববিদ্যালয়ে মৌন মিছিল ও সংহতি সমাবেশ করেছে উপাচার্যপন্থি শিক্ষকরা।