ড. মুহাম্মদ ইউনূসের মামলার কার্যক্রম ছ’মাসের জন্য স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ঢাকার তৃতীয় শ্রম আদালতে ফৌজদারি আইনে দায়ের হওয়া মামলার কার্যক্রম ছ’মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
রিট আবেদনের শুনানি নিয়ে রোববার হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে এই মামলা করেন। ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে মামলায় আসামি করা হয়। পরে, এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।