ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইন লঙ্ঘন মামলার রায় ১ জানুয়ারি
- আপডেট সময় : ১০:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩
- / ১৮৪৬ বার পড়া হয়েছে
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চার বিবাদির পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আগামী ১ জানুয়ারি মামলার রায় ঘোষণা করবে আদালত। ঢাকার শ্রম আদালতের বিচারক মেরিনা সুলতানা রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেছেন। আব্দুল আহাদের প্রতিবেদন।
দেশের শ্রম আদালতের ইতিহাসে রোববার দীর্ঘতম সময় ধরে চলে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার যুক্তিতর্ক সকাল সাড়ে ১১টা থেকে শুরু হয়ে চলে রাত সাড়ে আটটা পর্যন্ত।
এ সময় এজলাসে নীরবে দীর্ঘ ১০ ঘণ্টা বসেছিলেন ড. মুহাম্মদ ইউনুস। টানা ৭ ঘণ্টা ধরে দুপক্ষের আইনজীবীরা পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন।
যুক্তিতর্ক উপস্থাপন শেষে ড. মুহাম্মদ ইউনূস সহ ৪ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় রায়ের জন্য পয়লা জানুয়ারি তারিখ নির্ধারণ করেন বিচারক। ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক মেরিনা সুলতানা এ আদেশ দেন।
যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ ঘোষণার পর সাংবাদিকদের কাছে নিজেকে আবারো নির্দোষ দাবি করেন ড. ইউনূস।
সট : ড. মুহাম্মদ ইউনূস, চেয়ারম্যান, গ্রামীণ টেলিকম
এসময় ড. ইউনূসের আইনজীবী অভিযোগ করেন, তাড়াহুড়ো করে মামলার শুনানি শেষ করা হয়েছে।
অন্যদিকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবীর দাবি, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণ করতে পেরেছেন তারা।