গাজায় ইসরায়েলী হামলার মতই, তান্ডব শুরু করেছে বিএনপি : ড. হাছান মাহমুদ

- আপডেট সময় : ০২:৩৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৭৭৮ বার পড়া হয়েছে
গাজায় ইসরায়েলী হামলার মতই, তান্ডব শুরু করেছে, বিএনপি। এরা এখন, রাজনৈতিক দল নয়, চূড়ান্ত সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। এদের দমনে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, যে পত্রিকা প্রকাশ করেছে–অনেক দেশ বাংলাদেশী পোশাক নিতে চাচ্ছে না, তাদের এ তথ্য ভিত্তিহীন, এ খবর প্রকাশের জন্য কৈফিয়ত দিতে হবে।
দুপুরে সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, এখন তালেবানদের মত অনলাইনে কর্মসূচী ঘোষণা করছে, বিএনপি। গাড়িঘোড়ার ওপর হামলা, জানমালের ক্ষতি করা ছাড়া কিছু করে না। মাঠে, কোন নেতাকর্মী থাকে না। রাজনৈতিক কর্মসূচী পালন করছে না।
অবরোধের আড়ালে মানুষের সহায় সম্পত্তির বিনষ্ট করে চলছে। হাসপাতাল,এ্যাম্বুলেন্স, শিক্ষার্থী বাহী গাড়ির ওপর হামলা করছে। হামলার পাশাপাশি গুজব রটিয়ে ফায়দা নিচ্ছে। যে দেশে থেকে বাংলাদেশ বিরোধী গুজব রটাচ্ছে, তাদের সেদেশের নিজস্ব আইনের বিচার করা হবে। যারা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি চায়, তাদের জবাব দিতে হবে, ২৮ অক্টোবরের ধ্বংসাত্মক কর্মকান্ডের বিচার চায় না কেন? সন্ত্রাসীদের বিরুদ্ধে জনগণকে সেভাবে স্বোচ্চার হতে হবে।