ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর ঢাকায় প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম। দুপুরে হোটেল ইন্টারকক্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় কমনওয়েলথ এন্টারপ্রইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিল–সিডব্লিউইআইসি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, সময়ের সাথে সাথে বাংলাদেশ অর্থনৈতিক বিভিন্ন সূচকে ব্যাপক উন্নয়ন সাধন করেছে। তিনি বলেন, ফোরাম বাংলাদেশি কোম্পানিগুলোর জন্য কমনওয়েলথভুক্ত ৫৬টি দেশে অপার সম্ভাবনা অন্বেষণ ও তা কাজে লাগানের বিশাল সুযোগ তৈরি করছে। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, কমনওয়েলথকে অবশ্যই এলডিসি, এলএলডিসি,বিশেষ চাহিদা সম্পন্ন দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক ভূমিকা পালন করতে হবে।