ঢাকার উত্তর সিটি থেকে সব ঝুলন্ত তার আগামী ৩০ জুনের মধ্যে অপসারণের নির্দেশ
- আপডেট সময় : ০১:২৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ঢাকার উত্তর সিটি থেকে সব ঝুলন্ত তার আগামী ৩০ জুনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আতিকুল ইসলাম। অন্যথায় ডিএনসিসি কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে জানান তিনি। গতকাল রাজধানীর গুলশান-২–এ নগর ভবনের এক সভায় মেয়র এ নির্দেশনা দেন। ঝুলন্ত তার স্থানান্তর ও খনন করা রাস্তা মেরামত নিয়ে আলোচনা হয় এ সভায়।
মেয়র আতিক বলেন, ঝুলন্ত তার সঠিক পরিকল্পনার মাধ্যমে মাটির নিচে দিয়ে স্থানান্তর নির্দেশনা থাকলেও তা অনুসরণ করা হচ্ছে না। যে কারণে নগরের অলিগলিতে এখনো এলোমেলোভাবে কেবল টেলিভিশনের তার ও ইন্টারনেটের সংযোগ তার ঝুলছে। রাস্তার খননকাজে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে জানিয়ে তিনি বলেন, রাস্তা খননকারী বিভিন্ন প্রতিষ্ঠান শর্ত না মানার কারণে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। আজ ২৬ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নগরীর কোথাও রাস্তা খনন করা যাবে না। এ ছাড়া যেসব প্রতিষ্ঠান রাস্তা খনন করায় রাস্তা উঁচু-নিচু কিংবা অসমান হয়েছে, ওই প্রতিষ্ঠানকেই তা মেরামত করে দিতে হবে।