ঢাকার গণসমাবেশে সরকারের পদত্যাগ, অন্তর্তীকালীন সরকার গঠনসহ ১০ দফা দাবি ঘোষণা
- আপডেট সময় : ০৭:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঢাকার গণসমাবেশে সরকারের পদত্যাগ, অন্তর্তীকালীন সরকার গঠনসহ ১০ দফা দাবি ঘোষণা করেছে বিএনপি। স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এসব দাবি উত্থাপনের পাশাপাশি নেতাকর্মীদের গ্রেফতার ও হত্যার প্রতিবাদে ১৩ ডিসেম্বর গণমিছিল ও বিক্ষোভ এবং ১০ দফা দাবিতে ২৪ ডিসেম্বর একই কর্মসূচি ঘোষণা করেন। রাজধানীর গোলাপবাগের সমাবেশে সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে, সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সাত এমপি।
নানা নাটকীয়তার পরেও রাজধানীর গোলাপবাগ মাঠে হলো বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ। মাত্র কয়েক ঘন্টার প্রস্তুতিতে লাখো নেতাকর্মীর সরব অংশগ্রহণে বাস্তবায়িত হয় এ কর্মসূচি। নির্ধারিত সময়ের আগে কানায় কানয় পূর্ন হয়ে যায় গণসমাবেশের গোলাপবাগ মাঠ এবং আশপাশের এলাকা।
ঘোষিত সময়ের আগে ১০টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে শুরু হয় গণসমাবেশ।
কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের একপর্যায়ে সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে, সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বিএনপির সংসদ সদস্যরা।
গণসমাবেশে বানচালে সরকারের নানা অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে দাবি করেন দলের কেন্দ্রীয় নেতারা।
গণসমাবেশ বানচালের চেষ্টা করায় সরকারের সমালোচনার পাশাপাশি আগামীতে রাজপথে থেকে দাবি আদায়ের কথা বলেন স্থায়ী কমিটির সদস্যরা।
সরকারের পদত্যাগ, সংসদ ভেঙ্গে দিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠনসহ ১০ দফা দাবি তুলে ধরেন, প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি মহাসচিবসহ নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে, ১৩ই ডিসেম্বর সারাদেশে গণমিছিল ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দেন তিনি।
১০ দফা বাস্তবায়নে যুগপৎ ভাবে প্রথমবারের মত ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল ও বিক্ষোভের কর্মসূচির ঘোষণা দেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।