ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে
- আপডেট সময় : ০৭:৪৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। একই সঙ্গে তিনি সব প্রার্থিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকার আহবান জানিয়েছেন। সকালে চট্টগ্রামে মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সিইসি। রোহিঙ্গাসহ ভিনদেশী নাগরিকদের বাংলাদেশের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির সঙ্গে জড়িত নির্বাচন কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন কে এম নুরুল হুদা।
চট্টগ্রাম-৮ আসনের উপ নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি জানতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বৈঠকের আয়োজন করে নির্বাচন কমিশন। এতে প্রধান অতিথি হয়ে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়ার পাশাপাশি প্রার্থীদেরও আশ্বস্ত করেন সিইসি। কথা বলেন, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েও।
ইভিএমে নির্বাচন নিয়ে আপত্তিকে অযৌক্তিক উল্লেখ করে, নির্বাচন কমিশন সিদ্ধান্ত অনড় থাকবে বলেও জানান তিনি। সাম্প্রতি সময়ে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তিতে নির্বাচন অফিসের কর্মচারীদের জড়িত থাকার বিষয়েও কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। মেয়াদ পূর্ণ না হওয়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অয়োজন সম্ভব হয়নি উল্লেখ করে মার্চের মাঝামাঝি সময়ে এই সিটি নির্বাচন অনুষ্ঠানের কথা জানান কে এম নুরুল হুদা।