ঢাকার ধানমন্ডিসহ অভিজাত এলাকাগুলো যানজট নিরসনের আহবান বিশিষ্টজনদের
- আপডেট সময় : ০৭:৫১:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
ঢাকার ধানমন্ডিসহ অভিজাত এলাকাগুলোর যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করা, হকার উচ্ছেদ এবং স্কুল-কলেজের ব্যক্তিগত যানবাহন নির্দিষ্ট জায়গায় পার্কিংয়ের আহবান জানিয়েছেন বিশিষ্টজনরা।
দুপুরে ঢাকার একটি হোটেলে যানজট নিরসন ও কৌশলগত দিকনির্দেশনা বিষয়ক সভায় তারা এ আহবান জানান। এসময় তারা বলেন, ধানমন্ডি এলাকার স্কুল-কলেজ, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ব্যক্তিগত যানবাহনের জন্য দীর্ঘ যানজট লেগে থাকে। যার কারণে কর্মঘন্টা নষ্টের পাশাপাশি রোগীদের সঠিক সময়ে হাসপাতালে নিতেও বেগ পেতে হয়। যার ফলে অনেক রোগীর অসময়ে মৃত্যুও ঘটে। আবার ফায়ার ব্রিগেডও সময়মতো ঘটনাস্থলে যেতে পারে না। এমন অবস্থা থেকে পরিত্রানের জন্য, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন ও স্কুল-কলেজের প্রতিনিধিসহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান জানান আলোচকরা। সভায় ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন এবং পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাগণসহ অনেকে বক্তব্য রাখেন।