ঢাকার প্রবেশমুখগুলোতে অবস্থান বিএনপির : বিভিন্ন স্থানে পুলিশের সাথে সংঘর্ষ

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছে বিএনপির হাজার হাজার নেতা কর্মী। এরই মধ্যে বিভিন্ন স্থানে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হচ্ছে।
সকাল থেকে যাত্রাবাড়ীর দনিয়া, শনির আকড়া, গাবতলী এবং উত্তরা আব্দুল্লাহপুরে রাস্তায় নেমে আসে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এক পর্যায়ে পুলিশ প্রিজন ভ্যান, এপিসি, জলকামানসহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়ে বিএনপি কর্মীদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করে। এসময় পুলিশের সাথে নেতা কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা আমান উল্লাহ আমান, গয়েশ্বর চন্দ্রসহ কয়েকশ নেতা কর্মীকে। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরাতে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।