ঢাকার বস্তিতে করোনার টিকাদান শুরু
- আপডেট সময় : ০৭:৩৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে শুরু হয়েছে করোনার গণটিকাদান কার্যক্রম। ৩ লাখ বস্তিবাসীর মধ্যে টিকার জন্য যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের পাশাপাশি অনিবন্ধিতরাও ভোটার আইডি কিংবা জন্মনিবন্ধন সনদ দেখিয়ে টিকা নিতে পারছেন।
ঢাকার সর্ববৃহৎ কড়াইল বস্তিতে প্রায় তিন লাখ মানুষের বসবাস।
সকাল থেকে বস্তির এরশাদ মাঠসহ আশপাশের ৮টি স্থানে এই টিকা কার্যক্রম শুরু হয়। টিকা দেয়ার জন্য বস্তীবাসীদেরকে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়।
টিকা নিতে পেরে খুশি এখানকার বাসিন্দারা।
প্রথমদিন হওয়ায় প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা দেরি হয়েছে বলে জানান,রেড ক্রিসেন্টের কর্মীরা
প্রাথমিক পর্যায়ে বস্তির ১৮ বছরের বেশি বয়সীদের টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন।
প্রতিদিন ১৫ হাজার করে টিকা দেয়ার কথাও জানান তিনি।
এর আগে স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন, কড়াইল বস্তির পর অন্যান্য বস্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে।