ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়ে পড়ছে জেলায় জেলায়
- আপডেট সময় : ০২:৪৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০২৩
- / ১৬৬৮ বার পড়া হয়েছে
দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা এবছর প্রথমারের মতো দৈনিক হাজার ছাড়ালো। এবছর একদিনে হাসপাতালে এতো রোগী আগে দেখা যায়নি।
এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের সর্বোচ্চ সংখ্যাটি ছিল ৮৮৯ জন। আর ডেঙ্গু আক্রান্ত ৭ জনের মৃত্যু হয়েছে একদিনে, সেটাও এ বছরের সর্বাধিক। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশের হাসপাতালগুলোতে ভর্তির তথ্য জানানো হয়। এই রোগীদের ৬২৮ জন ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪২৬ জন ঢাকার বাইরে। নতুন ভর্তিদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৮৯৭ জন। নতুন সাতজনকে নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩।
এদিকে, ঈদ উল আজহার পর থেকে নড়াইলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ৯ দিনেই এ জেলায় আক্রান্ত হয়েছে ২৭ জন। বর্তমানে জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নড়াইল জেলায় চলতি বছর জুন মাসে ৩৩ জন এবং জুলাই মাসে ২৭ ডেঙ্গুতে আক্রান্ত হয়। সদর হাসপাতাল ২৪ জন, লোহাগড়ায় ৩২ এবং কালিয়া হাসপাতালে ৪ জন ডেঙ্গু রোগীর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে শিশুসহ বিভিন্ন বয়সী রোগী রয়েছে।
এবছর জ্বর আসার পর একদিনেই রোগীর অবস্থা খারাপ হয়ে পড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সঠিকভাবে চিকিৎসা সেবা গ্রহণ ও সতকর্তা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার।
এদিকে নড়াইল পৌর এলাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ নাগরিকরা। মশা নিধনে গত বছর প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। সঠিকভাবে ওষুধ ছিটানো হয় না বলে অভিযোগ সাধারণ মানুষের।
অবশ্য পৌরসভার মেয়রের দাবি, মশা নিধনে ওষুধ ছিটানো, ঝোপঝাড় পরিষ্কারসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
আক্রান্ত রোগীদের মশারীর মধ্যে রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্বের দেয়ার পরামর্শ সিভিল সার্জনের।