ঢাকার সাত কেন্দ্রসহ সারাদেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে টিকা দেয়া আবার শুরু
- আপডেট সময় : ০৮:৫১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
রাজধানীসহ সারাদেশে আবারও করোনা ভাইরাসের টিকা দেয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ৭টি টিকা কেন্দ্রসহ দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিবন্ধনকারীদের টিকা দেয়া হচ্ছে। আর প্রবাসী কর্মীদের টিকা আগামী মঙ্গলবার থেকে দেয়া শুরু হবে বলে জানিযেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী ইমরান আহমেদ। তবে রবিবারের মধ্যে প্রবাসীদের নিবন্ধন করতে হবে।
কঠোর লকডাউনের মধ্যে দেশে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হসপাতালসহ রাজধানীর সাতটি হাসপাতালে ফাইজারের টিকা দেয়া হয়। টিকা নেয়ার পর স্বস্তি প্রকাশ করেন টিকা গ্রহণকারীরা।
প্রবাসী কর্মীদের টিকা দেয়ার নির্দিস্ট স্থান কুর্মিটোলা জানারেল হাসপাতাল। সকাল থেকে টিকা দিতে অনেক প্রবাসী কর্মী জড়ো হলে সেখানে কিছুটা বিশৃখলা দেখা দেয়। টিকা দান এবং নিবন্ধ প্রক্রিয়া নিয়ে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করেন ।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রবাসীদের টিকা কর্মসূচির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মস্থান মন্ত্রী। বলেন, সরকার প্রবাসী কর্মীদের বিশেষভাবে টিকার আওতায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
আগামীকাল শুক্রবার থেকে প্রবাসী এ্যাপসসহ দেশের ৫৩ স্থান থেকে প্রবাসী কর্মীরা নিবন্ধন করতে পারবে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।