ঢাকাসহ দেশের নয় জেলায় ডিসি পদে পরিবর্তন এনেছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের নয় জেলায় ডিসি পদে পরিবর্তন এনেছে সরকার।
ঢাকা, টাঙ্গাইল, মেহেরপুর, মৌলভীবাজার, যশোর, নোয়াখালী, রাজশাহী, বগুড়া ও মাদারীপুরে নতুন ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ছয় জেলার ডিসি সম্প্রতি যুগ্ম-সচিব হিসেবে পদোন্নতি পাওয়ায় তাদের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় পদায়ন করা হয়েছে। একজন ডিসিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বদলি করা হয়েছে। আর দু’জনকে অন্য জেলায় বদলি করা হয়েছে। টাঙ্গাইলের ডিসি মোহাম্মদ শহীদুল ইসলামকে বদলি করে ঢাকার ডিসির দায়িত্ব দেয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরীকে মেহেরপুরের ডিসি করে পাঠানো হয়েছে।