ঢাকাসহ দেশের সকল মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি চলছে
- আপডেট সময় : ১২:০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের প্রতিবাদে-ঢাকাসহ দেশের সকল মহানগরে বিএনপির প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ কর্মসূচি চলছে। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। সমাবেশ ঘিরে সভাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।
এই কর্মসূচিকে কেন্দ্র করে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সকাল ১০টার আগে সমাবেশে জড়ো হয় নেতাকর্মীরা। বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নিয়েছে। নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। প্রেসক্লাব ও সচিবালয় এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ। কেউ হেঁটে প্রবেশ করতে পারছেন না। এমনকি গণমাধ্যমকর্মীদেরও ওই এলাকায় ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। একই ইস্যুতে আগামীকাল দেশের সকল জেলা সদরে কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল…জামুকার সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়ভাবে সাবেক রাষ্ট্রপতি ও সেক্টর কমান্ডার জিয়াউর রহমানকে ‘বীর উত্তম’ খেতাব দেয়া হয়েছিল।