ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির আভাস : আবহাওয়া অফিস
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪
- / ১৭৮৮ বার পড়া হয়েছে
দেশের ৫৮ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ। তবে এর মধ্যেই ঢাকাসহ বিভিন্ন স্থানে ঝড়বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সকাল ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, চলমান তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। দেশের ৫ বিভাগে বর্তমানে ৪৮ ঘণ্টার জন্য হিট অ্যালার্ট জারি রয়েছে। অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যে গরম বেশি অনুভূত হচ্ছে।