ঢাকাসহ মহানগরে গণমিছিল করেছে বিএনপি
- আপডেট সময় : ০৭:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
সরকারের পদত্যাগ ও তত্বাবধায়কের এক দফা দাবিতে জেলা-মহানগরে গণমিছিল করেছে বিএনপি।
চট্টগ্রামে গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বিএনপির অন্তত তিন প্রজন্মের নেতৃত্ব নির্ধারিত আছে কিন্তু শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতা কে হবে? সেই প্রশ্নের উত্তর তাদের কাছে নেই। কারণ প্রধানমন্ত্রীর বংশধরেরা বিদেশিদের বিয়ে করে সেখানেই সেটেল। সমাবশে আরো বক্তব্য দেন–বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাৎ হোসেন ও আবুল হাশেম বকর। পড়ে গণমিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
গাজীপুরে সালনা ঈদগা মসজিদ মাঠ থেকে শুরু হয় মহানগর বিএনপির গণমিছিল। শেষ হয় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে তেলিপাড়া এলাকায়। এসময় ঢাকা মুখি সড়কে যানজট বাধে। গণমিছিলে অংশ নেন কেন্দ্রীয় নেতা বেনজির আহমেদ টিটু ,হাসন উদ্দিন সরকার, মঞ্জুরুল আলম রনি, রাকিব উদ্দিন সরকারসহ মহানগর বিএনপি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে গণমিছিল করেছে খুলনা মহানগর বিএনপি। প্রধান অতিথি ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বিএনপি নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডু, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ অনেকে। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণমিছিল করেছে মাগুরা জেলা বিএনপি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ।