ঢাকাসহ সারাদেশে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ০৮:০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩১ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকার পাশাপাশি সারাদেশে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন জেলা-উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করেন মন্ত্রী-হুইপ-সংসদ সদস্য, জেলা প্রশাসক ও সিভিল সার্জন। এসময় তারা নিজেরাও টিকা নেন। বহুল প্রতীক্ষিত এই ভ্যাকসিন সাধারণ মানুষের মনে আশার সঞ্চার করেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে টিকা গ্রহণের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল। টিকা দেয়ার জন্য ১৪টি উপজেলা ছাড়াও নগরীতে ১৫টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টিকা নেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। পরে জেলা প্রশাসক, সিভিল সার্জন ও হাসপাতালের পরিচালকসহ প্রশাসনের কর্মকর্তারাও টিকা নেন। দুপুরে বিভাগীয় পুলিশ হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ভ্যাকসিনের জন্য এ পর্যন্ত নিবন্ধন করেছেন, সাড়ে সাত হাজার মানুষ।
সিলেটেও শুরু হয়েছে করোনা ভাইরাসের টিকাদান কার্যক্রম। টিকা নিতে নিবন্ধন করেছেন সাড়ে ৩৬ হাজারের বেশি মানুষ।
বরিশালে এক’শ ৩১টি কেন্দ্রে করোনার টিকা দেয়া হবে। সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, এক লাখ ৬৮ হাজার ডোজ করোনা টিকা রয়েছে বরিশালের জন্য।
নেত্রকোনায় জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। পরে প্রতিমন্ত্রীসহ সংসদ সদস্য অসীম কুমার উকিলও টিকা নেন
কুমিল্লা সদর হাসপাতালে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা প্রশাসকের স্ত্রী, শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ অনেকেই টিকা নিয়েছেন।
শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে টিকাদান কার্যক্রম উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডাঃ হাবিবে মিল্লাত।
শরীয়তপুরে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক পারভেজ হাসান। প্রথম দিনে ২৪০ জনকে টিকা দেয়ার কথা রয়েছে।
নারায়ণগঞ্জের দুটি সরকারি হাসপাতালসহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেয়া শুরু হয়েছে। ভিক্টোরিয়া হাসপাতালে সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ প্রথম টিকা গ্রহন করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার। প্রথম টিকা নেন সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।
ঝিনাইদহ সদর হাসপাতালে উদ্বোধনের পর প্রথম টিকা নেন স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। পরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, চিকিৎসকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা টিকা নেন।
ফেনী জেনারেল হাসপাতালের অস্থায়ী কেন্দ্রে উদ্বোধনের পর, প্রথম টিকা নেন সিভিল সার্জন ডা: মীর মোবারক হোসেন এবং এডিএম গোলাম জাকারিয়া।
গাইবান্ধায় কর্মসূচি উদ্বোধন করেন হুইপ মাহবুব আরা বেগম গিনি। জেলা হাসপাতালে টিকা নেন জেলা প্রশাসক মো: আবদুল মতিন ও সিভিল সার্জন আক্তারুজ্জামান।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ জেলার আট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার ভ্যাকসিন প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় সংসদ সদস্য এমএ মতিন এবং জেনারেল হাসপাতালে সিভিল সার্জন হাবিবুর রহমান টিকা নেন। এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এছাড়াও দিনাজপুর, বেনাপোল, বরগুনা, ঠাকুরগাঁও, নরসিংদী, পটুয়াখালী. হবিগঞ্জ, ও মুন্সীগঞ্জে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।