ঢাকাসহ ৬ মহানগরীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি
- আপডেট সময় : ০৭:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ভোট কারচুপির প্রতিবাদ এবং গ্রহণযোগ্য সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঢাকাসহ ৬ মহানগরীতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম থেকে পর্যায়ক্রমে এই সমাবেশ শুরু হবে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় দাবী করে বিএনপি নেতারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণে অনিয়ম বন্ধে এই কর্মসূচি পালন করা হবে। বিএনপি মনোনীত পরাজিত মেয়র প্রার্থীদের দাবী- জবাবদিহিতা না থাকায় নির্বাচনের নামে জনগণের সাথে তামাশা করছে সরকার। জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তারা।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে চট্টগ্রামসহ ৬ টি মহানগরের সিটি নির্বাচনে ভোটের অনিয়ম ও কারচুপির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বিএনপির পরাজিত মেয়ররা । ২৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি নির্বাচনে ভোট কারচুপির চিত্র তুলে ধরে বিএনপির পরাজিত প্রার্থী ডাক্তার শাহাদাত হোসেন সেলিম বলেন, দেশে একের পর এক নির্বাচন অনুষ্ঠিত হয়, কিন্তু বিরোধী দল সেই নির্বাচনে অংশ নিলেই হয়রানী ও নির্যাতনের শিকার হন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির দুই পরাজিত মেয়র তাবিথ আউয়াল ও ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তাদের অভিজ্ঞতা তুলে ধরে সংকট উত্তরণে নেতাকর্মীদের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। রাজশাহী ও বরিশাল সিটির পরাজিত মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মজিবর রহমান সরোয়ার অভিযোগ করেন, প্রশাসন একতরফা নির্বাচনের মাধ্যমে কমিশন ও জনগণকে মুখোমুখী দাঁড় করিয়েছে। বিএনপি নেতারা বলেন, ১৩ ফেব্রুয়ারী চট্টগ্রামে প্রথম সমাবেশ করা হবে। পর্যাক্রমে বরিশাল, খুলনা, রাজশাহী, ঢাকা উত্তর ও দক্ষিণে একই কর্মসূচি দেয়া হবে ।