ঢাকায় জুলহাস-তনয় হত্যা মামলায় মেজর জিয়াসহ ৬ জঙ্গীর মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:১৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের সাবেক প্রটোকল কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটারকর্মী মাহবুব তনয় হত্যা মামলায় বরখাস্তকৃত মেজর জিয়াউল হকসহ ৬ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। খালাস দেয়া হয়েছে দু’জনকে। সমকামীদের অধিকার রক্ষায় কাজ করার কারণে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করতে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় বলে পর্যবেক্ষণ আদালতের।
বিচারিক আদালতে নির্ধারিত তারিখ অনুযায়ী মঙ্গলবার সকালে সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয় জুলহাজ-তনয় হত্যা মামলার ৪ আসামীকে। দুপুর ১২টার দিকে রায় ঘোষণা করেন বিচারক মজিবুর রহমান। এ সময় আদালতে ছিলো কড়া নিরাপত্তা।
সংক্ষিপ্ত আদেশে আদালত বলেন, অভিযুক্তরা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই এই হত্যাকাণ্ড ঘটায়।
রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের কথা জানান, আসামীপক্ষের আইনজীবী।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানী ঢাকার কলাবাগানের লেকসার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাস মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে আসামীরা।