ঢাকায় পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১০ হাজার ডোজ করোনা টিকা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
ঢাকায় পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আরও ৬ লাখ ১০ হাজার ডোজ করোনা টিকা। মঙ্গলবার বিকেল সোয়া ৩টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায় ভ্যাকসিনের তৃতীয় চালান।
এ নিয়ে তিন দফায় জাপান থেকে দেশে এলো অ্যাস্ট্রাজেনেকার ১৬ লাখ ডোজ ভ্যাকসিন। এগুলো রাজধানীর মহাখালীর ইপিআই সেন্টারে রাখা হয়েছে। টিকা গ্রহণের সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত এবং স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। সোমবার জাপানের স্থানীয় সময় রাত সোয়া ৯টায় নারিতা বিমানবন্দর থেকে তৃতীয় দফায় ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইট অবতরণ করে। এরপর হংকং হয়ে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের কার্গো ফ্লাইটে মঙ্গলবার দেশে পৌঁছায় তৃতীয় চালানের টিকা।