ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ মে ২০২২
- / ১৫৭২ বার পড়া হয়েছে
চট্টগ্রাম টেস্ট শেষে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে সকালে ঢাকায় পা রাখে দু’দলের ক্রিকেটাররা।
বিমানবন্দর থেকে সোজা টিম হোটেলে উঠেছেন বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল। শুক্রবার দুই দলই বিশ্রামে কাটিয়েছেন। ধকল কাটাতে শনিবারের অনুশীলনও বাতিল করেছে দু’দল। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী ২৭ মে থেকে। প্রথম টেস্ট ড্র হওয়ায় ওই ম্যাচটিই গড়ে দেবে সিরিজের ভাগ্য। চট্টগ্রাম টেস্টে জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্রতেই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে। এদিকে, ঢাকা টেস্টে ইনজুরি আক্রান্ত দল চিন্তিত বাংলাদেশ। ছিটকে গেছেন পেসার শরিফুল। আঙুলের চোটে নেই চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া নাঈম ইসলাম। তাই স্পিনে সাকিব, তাইজুলেই ভরসা স্বাগতিকদের।