ঢাকায় ৭১ শতাংশ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের দেহে অ্যান্টবডি তৈরি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
- / ১৫১৩ বার পড়া হয়েছে
ঢাকায় ৭১ শতাংশ ও চট্টগ্রামে ৫৫ শতাংশে মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক উদারাময় গবেষণা সংস্থা- আইসিডিডিআর’বি।
প্রায় সাড়ে ৩ হাজার মানুষের মাঝে ৫ মাস গবেষণার পর এ তথ্য দিয়ে আইসিডিডিআর’বির ওয়েবিনারে জানানো হয়, বয়স্ক ও তরুণদের অ্যান্টিবডি তৈরির হার প্রায় সমান। তবে মহিলাদের মধ্যে এই হার ৭০ শতাংশ, যা পুরুষদের তুলনায় বেশি। যেসব অংশগ্রহণকারীর মধ্যে অ্যান্টবডি পাওয়া গেছে তাদের মধ্যে শুধুমাত্র সাড়ে ৩৫ শতাংশ মানুষের ক্ষেত্রে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল। আইসিডিডিআরবি সম্প্রতি সার্স-কোভ-২ সংক্রমণের বিস্তারের তথ্য বের করতে একটি গবেষণা পরিচালনা করে। গবেষণাটি ঢাকা ও চট্টগ্রামের বস্তি এবং বস্তিসংলগ্ন এলাকায় বসবাসকারী সার্স-কোভ-২ এর উপসর্গযুক্ত এবং উপসর্গহীন ব্যক্তিদের ওপর পরিচালনা করে।