ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৩১:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৬০১ বার পড়া হয়েছে
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া বাংলাদেশের জন্য বড় অর্জন বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ২৭ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। করোনার মধ্যে জিডিপির প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হলেও অর্থনৈতিক মন্দায় পড়েনি দেশ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি অঞ্চলের জন্য ফাইভ জি চালু করবে সরকার। পাটজাত পণ্যকে বর্ষপণ্য ২০২৩ ঘোষনা করেন শেখ হাসিনা।
মাসব্যাপী ২৭ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরু হয়েছে। পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে পুরো মেলার স্টল ঘুরে দেখেন সরকার প্রধান। বিভিন্ন পণ্য দেখার পাশাপাশি ব্যবসায়ীদের খোজ খবর নেন প্রধানমন্ত্রী।
এর আগে বক্তব্যের শুরুতে দেশবাসীকে ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
মহামারীর মধ্যে উন্নত দেশগুলো অর্থনৈতিক মন্দা ঘোষণা করলেও বাংলাদেশে সে পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান প্রধানমন্ত্রী।
দেশকে এগিয়ে নিতে ব্যবসায়ীরা নিজ নিজ খাতে অবদান রাখবেন বলে প্রত্যাশা করেন সরকার প্রধান। বলেন, দেশের বাইরের প্রত্যেক দূতাবাস ইকোনোমিক ডিপ্লোমেসির জন্য এখন থেকে কাজ করবে।
প্রধানমন্ত্রী বলেন, ব্যবসা বাণিজ্যের উন্নয়নে দেশের অবকাঠামোগত উন্নয়ন করছে সরকার।
৪১ সালের স্মার্ট বাংলাদেশে রূপ নেবে বলেও জানান সরকার প্রধান শেখ হাসিনা।