ঢাকা আবার ফিরেছে পুরনো সেই চেনা চেহারায়
- আপডেট সময় : ০৪:৫৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪
- / ১৬৬৪ বার পড়া হয়েছে
ঈদের এক সপ্তাহ পরেই রাজধানী ঢাকা আবার ফিরেছে পুরনো সেই চেনা চেহারায়। ব্যস্ত মানুষের বিচিত্র ছুটাছুটি, ব্যক্তিগত গাড়ি, রিক্সা এবং গণপরিবহনের বিশৃংখল যাতায়াতে রাস্তার মোড়ে বেড়েছে যানজট আর সাধারণ মানুষের ভোগান্তি। ফুটপাতে হকারের নানা পণ্যের পসরাসহ বাড়তে শুরু করেছে বিভিন্ন মার্কেটের বেচাকেনা। আরো জানাচ্ছেন রিফাত শিশির।
ঈদের ছুটিতে কয়েকদিনের সাময়িক স্বস্তির পর চিরচেনা তিলোত্তমা ঢাকা মহানগরী ফিরেছে আবারো পুরনো সেই চেনা চেহারায়।
প্রাইভেট কার, মোটর সাইকেল ও রিক্সার চাপ, রাস্তার মোড়ে যাত্রীদের বাসের অপেক্ষা, শৃংখলাহীন যাত্রী উঠানামা– রাজধানী ঢাকার সেই চিরাচরিত চিত্র আর কোলাহল।
রাজধানীর গুলিস্তান, ফার্মগেট, বাংলামোটর, কাওরান বাজার, মগবাজার, পল্টন প্রভৃতি এলাকায় গণপরিবহনের সাথে বাড়তে শুরু করেছে ব্যক্তিগত গাড়িও। পাশাপাশি রিকশা ও ভাড়ায় চালিত মোটর সাইকেলের উপস্থিতি থাকলেও এখনো যাত্রী সমাগম তেমন বাড়েনি বলে জানান তারা।
ঈদের এক সপ্তাহ পর আবারো শুরু হয়েছে ফুটপাতসহ বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ীদের পণ্য বিক্রি। তারা জানান, কেনাবেচা স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগবে আরো দু’য়েক সপ্তাহ।
আগামী দু’তিন দিনের মধ্যেই অফিস-আদালতসহ রাজধানীর রাজপথ ভরে উঠবে নানা শ্রেণী-পেশার মানুষের কর্মচাঞ্চল্যে।