ঢাকা-আরিচা মহাসড়কের যানজট গড়িয়েছে অষ্টম দিনে
- আপডেট সময় : ০৫:১৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
গত এক সপ্তাহ ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের উলাইল থেকে রেডিও কলোনী বাসষ্ট্যান্ড পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে। টানা অষ্টম দিনের মত গড়িয়েছে এই জট। দীর্ঘ যানজটে নাকাল বাসযাত্রী ও গাড়ি চালকরা। পথচারীরাও পড়েছেন চরম দুর্ভোগে। যানজটের জন্য ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলাকে দুষছেন তারা। ট্রাফিক পুলিশ বলছে, মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় প্রতিদিন যানজট সৃষ্টি হচ্ছে।
ঢাকা-আরিচা মহাসড়কে শুরু হয়েছে ৪ লেনে উন্নীতকরণের কাজ। চলমান উন্নয়ন কাজে সড়কের বিভিন্ন স্থানে খোড়াখুড়ি আর যানবাহন পার্কিংয়ে মহাসড়কে যানজট নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। যানজটের কবলে পড়ে প্রতিদিনই অবর্ননীয় দূর্ভোগ পোহাচ্ছেন যাত্রী ও পথচারী। যানবাহন নিয়ে ঘন্টার পর ঘন্টা সড়কে দাঁড়িয়ে অস্থির চালকও। প্রতিদিন সকাল থেকেই মহাসড়কে শুরু হয় যানজট। বেলা বাড়ার সাথে সাথে তা তীব্র আকার ধারণ করে।
পথচারী আর বাস যাত্রীরা জানালেন, মহাসড়কে চরম ভোগান্তির কথা। উন্নয়ন কাজের ধীরগতি আর সমন্বয়হীনতাই যানজটের কারণ বলে জানালেন তারা।
পরিবহন চালকরাও জানান তাদের দুর্ভোগের কথা।
ট্রাফিক বিভাগের এই ইন্সপেক্টর বলেন, মহাসড়কে উন্নয়ন কাজ চলমান থাকায় সড়কে যানবাহনের বাড়তি চাপে সৃষ্টি হচ্ছে যানজট, তবে উন্নয়নকাজ শেষ হলে যানজটও নিরসন হবে বলে মনে করেন তিনি।
ঢাকা-আরিচা মহাসড়কের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের।