ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে কোরবানির পশু বেচাকেনা শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে দুটি স্থায়ী হাটসহ ২০টি হাটে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। সকালে কোরবানির পশুতে পরিপূর্ণ দেখা গেছে হাটগুলো। ভিড় জমাচ্ছেন ক্রেতারাও। প্রায় প্রতিটি হাটেই পর্যাপ্ত পরিমাণে পশু সরবরাহ বেড়েছে। কিন্তু দাম বাড়ার কারণে হাটগুলোতে এখনও সেভাবে কেনা-বেচা জমে ওঠেনি। সংশ্লিষ্টরা জানিয়েছেন,আজ ঢাকা উত্তর সিটি এলাকায় ৯টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি এলাকায় সারুলিয়া স্থায়ী পশুর হাটসহ ১১টি হাট বসেছে। তবে এ বছর আদালতের নির্দেশনার কারণে আফতাবনগরে হাট বসেনি।