ঢাকা-চট্টগ্রামে জামায়াতের প্রায় সাড়ে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- আপডেট সময় : ০৯:২২:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অগাস্ট ২০২৩
- / ১৫৭২ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রামে একাধিক থানায় জামায়াতের প্রায় সাড়ে ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়ার সময় বিএসএমএমইউ’র সামনে এবং শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় এ মামলা।
সরকারি কাজে বাধা, মারধর, গাড়িতে আগুন দেয়ার অভিযোগে শাহবাগ থানায় করা মামলার বাদী পুলিশ। মামলায় সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ চারজনের নাম মামলায় উল্লেখ রয়েছে।একই অভিযোগে পল্টন থানায় জামায়াতের ১১৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানায়, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বাদজোহর বায়তুল মোকাররমের ভেতরে বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। একপর্যায়ে মসজিদের উত্তর ফটকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়ে। এদিকে, চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে পুলিশের সঙ্গে জামায়াতের নেতা-কর্মীদের সংর্ঘষের ঘটনায় কোতোয়ালি থানার মামলায় ৬৫ জনের নাম উল্লেখ করে আসামি করা হয় ২৫০ জন। ঘটনার সময় আটক ৪০ জনকে এ মামলায় গ্রেপ্তারের আগে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আহত হয় পুলিশসহ বেশ কয়েকজন।