ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ
- আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ছয় জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের ঢাকামুখী বাস বঙ্গবন্ধু সেতু পূর্বপ্রান্তের গোলচত্তরে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড ভেঙ্গে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পথে দু’জন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হন ১৫ জন। জেলা প্রশাসক ড. আতাউল গণি বলেন, মরদেহ দাফনে নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হবে। ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
ঝিনাইদহের পাঁচমাইলে সড়ক দুর্ঘটনায় শিরিন খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। সকালে গোয়ালপাড়ায় মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসা পিকআপ পেছন থেকে ধাক্কা দেয়। এতে রাস্তার পাশে উল্টে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পিকআপ ভ্যানটি আটক করেছে পুলিশ।
মুন্সীগঞ্জের মুক্তারপুরে কোমলপানীয় বোঝাই একটি ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে মুক্তারপুর এলাকার ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।