ঢাকা টেস্টকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিয়েছেন টাইগাররা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টকে সামনে রেখে অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার লম্বা সময় নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা।
অনুশীলনের প্রথম দিন যোগ দিয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং অনুশীলন করেছেন তিনি। হাল্কা ওয়ার্মআপ দিয়ে এরপর তিন বিভাগেই প্রস্তুতি সারে বাংলাদেশ। তবে, ব্যাটিং আলাদা মনোযোগ ছিলো সাকিব, মুশফিকদের। এর আগে, ঐচ্ছিক অনুশীলন করে বাংলাদেশ। আজহার আলী-ফাওয়াদ আলমসহ পাঁচ ক্রিকেট অনুশীলন করেছেন এদিন। বিশ্রামে কাটিয়েছেন ক্রিকেটাররা। ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে স্বাগতিকরা। এর আগে, তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হয়েছে বাংলাদেশ।