ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট বাংলাদেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ৩৬৫ রানে অলআউট বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করেছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লংকানদের সংগ্রহ বিনা উইকেটে ১২ রান।
প্রথম দিন করা ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু বেশিক্ষণ সেটি ধরে রাখতে পারেননি লিটন দাস।
রাজিথার বলে ১৪১ রানে সাজঘরে ফেরেন লিটন। লিটন ফেরার পর একই ওভারে আউট হয়ে যান প্রায় সাড়ে তিন বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত। ফিরেছেন খালি হাতে। তাইজুলের ব্যাট থেকে আসে ১৫ রান। পরের ওভারে শূন্য রানে বিদায় খালেদ আহমেদ।