ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৩৯:৫২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৬২২ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে টাইগাররা। যা থেকে মাত্র ৬ উইকেট দুরে সাকিবের দল। দিন শেষে ১২৮ রানে পিছিয়ে আয়ারল্যান্ড।
দ্বিতীয় ইনিংসে আইরিশদের সংগ্রহ ৪ উইকেটে ২৭ রান। এর আগে, মুশফিকের ১২৬ ও সাকিবের ৮৭ রানে প্রথম ইনিংসে ৩৬৯ রান করে বাংলাদেশ।
মনে হতে পারে প্রথম ইনিংসের হাইলাইটস। কিন্তু না। বল হাতে দ্বিতীয় ইনিংসেও বিধ্বংসী তাইজুল। বালবার্নি-কমিন্স দুজনই কাবু তাইজুল স্পিনে। দুই ইনিংসে মিলে ৭ উইকেট নিয়ে এক টেস্টে দ্বিতীয়বার ১০ উইকেট নেয়ার অপেক্ষায় তাইজুল।
অবশ্য শুরুটা করেছিলেন সাকিব আল হাসান। জেমস ম্যাককালাম ও ক্যাম্পফারকে ফিরিয়ে আইরিশদের ১৫৫ রানে লিডকে পাহাড়সম করেছেন তিনিও।
১৩ রানে ৪ উইকেট হারানো দলের বিপদ আর বাড়তে দেননি পিটার মোর আর হ্যারি টেক্টর। ইনিংসে পরাজয় এড়াতে আরও ১২৮ রান করতে হবে সফরকারীদের।
এর আগে ২ উইকেটে ৩৪ রান নিয়ে দিনের খেলা শুরু করে বাংলাদেশ। শুরুতে মুমিনুলের বিদায়ে বিপর্যয়ের শঙ্কা উকি দেয় বাংলাদেশ শিবিরে।
তবে, শঙ্কা উড়িয়ে দিয়েছেন সাকিব-মুশফিক, ১৫৯ রানের জুটিতে। সাকিব খেলেছেন ওয়ানডে স্টাইলে। ৪৫ বলে ফিফটি, ইনিংস শেষ করেছেন ৮৭ ঘরে। দিন শেষে সেঞ্চুরির আক্ষেপ পোড়াবে দেশসেরা ক্রিকেটাররা।
তবে, ভুল করেননি মুশফিক। টেস্ট ক্যারিয়ারে দশম সেঞ্চুরিতে হোম অব ক্রিকেটকে রাঙ্গালেন মিস্টার ডিপেন্ডেবল। আউট হওয়ার আগে নামের পাশে ১২৬ রানে।
মাঝে লিটন দাসের ৪৩ আর মিরাজের ফিফটি, বাংলাদেশের বড় সংগ্রহের উপলক্ষ্য। প্রথম ইনিংসে টাইগারদের পূজিঁ ৩৬৯ রান। প্রথম ইনিংসে স্বাগতিকদের লিড দাঁড়ায় ১৫৫ রানে।