ঢাকা টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং-ব্যাটিংয়ে দুর্দান্ত বাংলাদেশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ বোলিংয়ের পর ব্যাটিংও দুর্দান্ত করছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের শতাধিক রানের জুটিতে ঢাকা টেস্টে চালকের আসনে রয়েছে স্বাগতিকরা।
দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান।স্কোরবোর্ডে ৩৪ রান ও হাতে আট উইকেট নিয়ে দ্বিতীয় দিন মাঠে নামে বাংলাদেশ। তবে দলীয় সংগ্রহে ৬ রান যোগ হতেই সাঝঘরে ফেরেন মমিনুল হক। পরে চতুর্থ উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। এর আগে প্রথম দিনে ২১৪ রানে অল আউট হয় আয়ারল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৩৪ রানে ২ উইকেট হারিয়ে প্রথম দিনের খেলা শেষ করে বাংলাদেশ।