ঢাকা টেস্টে বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলংকা
- আপডেট সময় : ০৯:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মে ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঢাকা টেস্টে বাংলাদেশকে জবাব দিচ্ছে শ্রীলংকা। টাইগারদের করা প্রথম ইনিংসে ৩৬৫ রানের জবাবে দ্বিতীয় দিনশেষে লঙ্কানদের সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। দিনশেষে ২২২ রানে পিছিয়ে সফরকারীরা। এর আগে ৩৬৫ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। ১৭৫ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। ১৪১ রানে আউট হন লিটন।
ইনিংসের শেষ ব্যাটার হিসেবে রান আউটে কাটা পরলেন ইবাদত হোসেন। যতটা বাংলাদেশের, ততটাই আক্ষেপ মুশফিকুর রহিমের। ডাবল সেঞ্চুরি থেকে মাত্র ২৫ রানের ফারাকে মিস্টার ডিপেন্ডেবল। মুশফিক অপরাজিত ১৭৫ রানে। প্রথম ইনিংস…. ৩৬৫ রানে অলআউট বাংলাদেশ।
দ্বিতীয় দিনের শুরুটাও আক্ষেপ আর হতাশারও। আগের দিন ব্যাটিং মুগ্ধতা ছড়ানো লিটন রানের খাতায় পুরলেন ৯ রানের আক্ষেপে। ১৪১-শে রাজিত পেসে কাটা পড়েন লিটন। মুশফিকের সঙ্গে ভাঙে ২৭২ রানের জুটি।
এরপর শুধুই মুশফিক। সব সমালোচনার জবাব দিয়েছে, ব্যাটে ভর করে। যেখানে অন্যরা সবাই দর্শক। আসা যাওয়ার মিছিলেও ব্যস্ত।
প্রায় আড়াই বছর পর দলে সুযোগ পেয়েও হতাশ করেছেন মোসাদ্দেক সৈকত। তাইজুল-খালেদ-ইবাদতরাও, মুশফিকের ক্ষনিকের সঙ্গী।
ইনিংসে ছয় ব্যাটার ফিরেছেন শূন্য রানে। জয়, তামিম, সাকিবের পর শূন্যের রানের চক্করে মোসাদ্দেক, খালেদ ও ইবাদত হোসেন। টেস্টে বাংলাদেশের যা দ্বিতীয়বার। ছয়বার এমন নজির দেখেছে ক্রিকেট বিশ্ব।
জবাবে উড়ন্ত সূচনা শ্রীলঙ্কার। টাইগার বোলারদের ভুগিয়েছে দুই ওপেনার ওশাদা ফার্নান্ডোও দিমুথ করুণারত্নে। দ্বিতীয় সেশনে কোন বিপদ হতে দেননি এই দুই ব্যাটার।
তৃতীয় সেশনে স্বস্তি ফেরে বাংলাদেশ শিবিরে। ৫৭ রানে ফার্নান্ডোকে ফিরিয়ে ৯৫ রানের জুটি ভাঙ্গতে সক্ষম হন ইবাদত হোসেন।
শেষ বিকেলে সাকিবের বেক থ্রুতে স্বস্তি আরও বাড়ে বাংলাদেশের।
উইকেটের সংখ্যা আরও বাড়তে পারতো যদি না করুণারত্নের ক্যাচ তালুবন্দি করতে পারতেন মাহমুদুল হাসান জয়।
নাইটওয়াচম্যান রাজিতকে নিয়ে সফরকারীদের আর পা হরকাতে দেননি করুণারত্নে। ৭০ রানে অপরাজিত থেকে তৃতীয় আলো ছড়ানোর অপেক্ষায় লঙ্কান ওপেনার।