ঢাকা থেকে এডিস মশার ভ্রমণ ঠেকাতে ট্রেনে সতর্কতা জারি করা হয়েছে
- আপডেট সময় : ০১:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৬২৬ বার পড়া হয়েছে
ঢাকা থেকে এডিস মশার ভ্রমণ ঠেকাতে ট্রেনে সতর্কতা জারি করা হয়েছে। রাজশাহী সুরক্ষায় এমন উদ্যোগ রেলওয়ে কর্তৃপক্ষের। আর ঢাকা থেকে আসা ডেঙ্গু রোগীর চাপ পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এমন পরিস্থিতে এডিসের প্রজনন রোধে সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসককে জরুরি চিঠি দিয়েছে তারা।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা দিতে হিমশিম অবস্থায় কর্তৃপক্ষ। ডেঙ্গু রোগীর জন্য খোলা হয়েছে আলাদা ওয়ার্ড। গঠন করা হয়েছে মেডিকেল টিম। গেলো এক সপ্তা ধরে প্রতিদিনই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী।
(হসপিটাল ফুটেজ)
এভারে রোগী বাড়তে থাকলে হাসপাতালে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়বে-এমন আশঙ্কার কথা জানিয়েছে এডিসের লার্ভা ধ্বংসে
জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশনকে জরুরি চিঠি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগীর চাপ বাড়ায় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের বেশির ভাগই ঢাকা ফেরত। তাই ঢাকা থেকে ট্রেনে করে যাতে এডিস মশা রাজশাহীতে আসতে না পারে-
সেজন্য সর্তকতা জারি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বিভাগীয় প্রধানদের নিয়ে সভা করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে।(রেল ফুটেজ ও সেটাপ শট)
এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পাওয়ার পর নগরীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে সিটি কর্পোরেশন। আর ডেঙ্গু প্রতিরোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সতর্কবার্তা দিয়েছে জেলা প্রশাসক।
(মোবাইল কোর্ট ফুটেজ)
১৫ জুন থেকে সোমবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে ছাড়া পেয়েছেন ৬০জন, আর মারা গেছেন একজন।