ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দলের হামলায় ট্রেনের দুই যাত্রী নিহতসহ আহত হয়েছেন একজন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে থানার এসআই মিলন মিয়া জানান, কমিউটার ট্রেনের ছাদে ১৫ থেকে ২০ যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রেনটি গফরগাঁও স্টেশন ছাড়ার পর ৪/৫ জনের ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। ছিনিয়ে নেয় টাকা ও মোবাইল ফোন। এমন সময় কয়েকযাত্রীর সাথে ডাকাতদের ধস্তাধস্তি হলে আহত হয় তিনযাত্রী। পরে যাত্রীরা পিয়ারপুর স্টেশনে ডাকাতির ঘটনা জানালে, রেল কর্তৃপক্ষ আহত তিনজনকে উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করে। এসময় চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন সাগর মিয়া ও নাহিদ।