ঢাকা ধামরাইয়ের শাহাদাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন
- আপডেট সময় : ০৮:২৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে হত্যা করে, আত্মহত্যা বলে সাজানো চাঞ্চল্যকর শাহাদাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে রেব। একইসাথে, হত্যাকাণ্ডে জড়িত মূল পরিকল্পনাকারী জাহিদ’সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রেব বলছে, প্রেমঘটিত কারণেই এই খুন। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এ তথ্য জানায় রেব। এদিকে, ভুয়া কাগজপত্র জমা দিয়ে পরীক্ষা ছাড়াই ড্রাইভিং লাইসেন্স পায়িয়ে দেয়া চক্রের ১০ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
পুলিশের ভেরিফিকেশন ও ডোপ টেস্টের জাল সনদ বানিয়ে বিআরটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তার যোগসাজশে ড্রাইভিং লাইসেন্স করে দিচ্ছিল একটি দালাল চক্র। এর সঙ্গে জড়িত অভিযোগে ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ।
সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, এই চক্রের মূলহোতা লিটন পাইক ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করে ডিবির লালবাগ জোন। চক্রের সাথে বিআরটিএ-র অসাধু কর্মকর্তারাও জড়িত। তাদের ধরা হবে বলেও জানান তিনি।
ঢাকার ধামরাই-এ হত্যা করে আত্মহত্যা বলে সাজানো চাঞ্চল্যকর ও ক্লুলেস শাহাদাত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মূল পরিকল্পনাকারী জাহিদসহ হত্যাকাণ্ডে জড়িত তিন জনকে গ্রফতার করেছে রেব-৪।
দুপুরে রেব মিডিয়া সেন্টারে মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন,২০২১ সালের ১২ আগস্ট ধামরাইয়ের আমরাইল গ্রাম থেকে শাহাদাতের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা হলেও দীর্ঘদিন ধরা ছোয়ার বাইরে থাকে প্রকৃত খুনিরা। পরে দীর্ঘ অনুসন্ধান করে বুধবার ধামরাই থেকে তাদের গ্রফতার করে রেব।
অন্যদিকে ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সালাউদ্দিন নামে এক প্রতারককে গ্রেফতার করে রেব। তিনি দীর্ঘদিন ধরে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন বলেও জানায় রেব।