ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভিন্ন ম্যাচে জিতেছে আবাহনী ও রূপগঞ্জ
- আপডেট সময় : ০৮:২৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ভিন্ন ম্যাচে জিতেছে আবাহনী ও রূপগঞ্জ ক্রিকেটার্স। প্রাইম ব্যাংককে ২৮ রানে হারিয়েছে আবাহনী আর গ্রাজী গ্রুপের বিপক্ষে ৪ উইকেটে জিতেছে রূপগঞ্জ।
মিরপুরে হনুমা বিহারির ৫৮ রানে ৭ উইকেটে ২৭১ রানের পুঁজি পায় আবাহনী। রান পেলেও ইনিংস বড় করতে পারেননি লিটন, আউট হন ৩০ রানে। ২১ রান করেন মাহমুদুল হাসান জয়। জবাবে মিথুনের সেঞ্চুরিতে সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত জয় পায়নি প্রাইম ব্যাংক। ২৪৩ রানে অলআউট হয় দলটি। ১০৩ রান করেন মিথুন। দলে ফেরা মুমিনুল করেছেন ১৫।
বিকেএসপিতে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২০৫ রান তোলে গাজী গ্রুপ। ইনিংস সর্বোচ্চ ৫৬ রান করেন মেহেদি মারুফ। জবাবে ফজলে মাহমুদের ৭৪ রানে ১৪ বল হাতে রেখে জয় পায় রূপগঞ্জ টাইগার্স। এ জয়ে সুপার লিগ নিশ্চিত মার্শাল আইয়ুবের দলের। এদিকে, এরই মধ্যে সেরা ছয় নিশ্চিত করেছে আবাহনী লিমিটেড, প্রাইম ব্যাংক, শেখ জামাল ও লিজেন্ডস অব রূপগঞ্জ। নয় ম্যাচে আটটি জিতে সবার ওপরে ইমরুল কায়েসের শেখ জামাল।