ঢাকা প্রিমিয়ার লিগের ঐতিহ্যের লড়াইয়ে জয় পেয়েছে আবাহনী
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
ঢাকা প্রিমিয়ার লিগের ঐতিহ্যের লড়াইয়ে জয় পেয়েছে আবাহনী। চিরপ্রতিদ্বন্দী মোহামেডানকে ৬ উইকেটে হারিয়েছে আকাশী-নীলরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে মোহাম্মদ হাফিজের হাফ সেঞ্চুরিতে ৪৯ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৫ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় আবাহনী। নাঈম শেখ ফিরে যায় শূন্য রানে। আরেক ওপেনার মুনিম শাহরিয়ার ফেরে ৩১ রান করে। এরপর দলের হাল ধরেন হুনুমা বিহারী ও জাকের। দুজুনেই তুলে নেয় অর্ধশত। জাকেরের ব্যাট থেকে আসে ৬০ আর হনুমা করেন ৫৯ রান। এরপর আফিফ-মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিংয়ে সহজ জয় পায় আবাহনী। মোসাদ্দেক ৫২ এবং আফিফ ৪৮ রানে অপরাজিত থাকেন। দিনের অন্য ম্যাচে আশরাফুলের দুর্দান্ত সেঞ্চুরিতে রুপগঞ্জ টাইগার্স ক্লাবকে ৩৬ রানে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।