ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ
- আপডেট সময় : ০৮:০৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদল নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দু’পক্ষের বেশ ক’জন নেতাকর্মী আহত হয়। পূর্বঘোষিত কর্মসূচি পালনে ঢাবি ক্যাম্পাসে ঢুকতে চাইলে ছাত্রলীগের প্রতিরোধের মুখে পড়ে ছাত্রদল। উভয় পক্ষের নেতাকর্মীদের হাতেই লাঠি, হকিস্টিক ও রড দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তৎপরতা ছিল না।
ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচি মোকাবেলা করতে, সকাল থেকেই কার্জন হল ও দোয়েল চত্বর এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।
হাইকোর্ট এলাকা দিয়ে ছাত্রদল নেতাকর্মীরা, ক্যাম্পাসের দিকে এগুলেই থাকে।এসময় তাদের ধাওয়া দেয় ছাত্রলীগ।
শুরু হয় দু’পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া। দু’পক্ষের নেতাকর্মীদের হাতে দেখা গেছে লাঠি, হকিস্টিক ও রড।
ধাওয়া খেয়ে হাইকোর্ট চত্বরে ঢুকে পরে ছাত্রদলের নেতাকর্মীরা। পিছুনে তাড়া করে এসে ছাত্রলীগ কর্মিরা হাইকোর্ট মাজার মসজিদের সামনে, ছাত্রদলের এক কর্মীকে বেধড়ক মারপিট করে।
আহত অবস্থায় পড়ে থাকা ছাত্রদল কর্মির ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় ছাত্রলীগ কর্মিরা।
ছাত্রলীগের নেতা কর্মীরা জানান, বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ঠিক রাখতেই, ছাত্রদল ক্যাডারদের প্রতিহত করা হয়েছে।
আর ছাত্রদল নেতাকর্মিরা জানান, শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে ঢুকতে চাইলে, হামলা চালায় ছাত্রলীগ। এতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে বলে জানান তিনি।
দুই ছাত্র সংগঠনের মারামারির সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো তৎপরতা দেখা যায়নি।