ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

- আপডেট সময় : ০৪:২৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৮২ বার পড়া হয়েছে
বাংলাদেশে আসছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। শ্রমবাজারের গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যুতে আলোচনা করতেই তার এই সফর।
বিকাল ৩টায় ঢাকা পৌঁছানোর কথা রয়েছে তার। সঙ্গে থাকছেন দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়ের সচিব দাতুক মুহাম্মদ খায়ের রাজমান বিন মুহাম্মদ আনওয়ার। তার সফরে শ্রমবাজারটি গতিশীল করতে সমঝোতা স্মারক পরিবর্তন, অতিরিক্ত অভিবাসন ব্যয় কমানোসহ দেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য বাজার উন্মুক্ত করার প্রস্তাব দেবে ঢাকা। আজ বিকেলে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করতে সেনা কল্যাণ ওভারসীজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের প্রতিনিধির সাথে বৈঠক করবেন তিনি। রাতে মন্ত্রী ইমরান আহমদের নৈশভোজে অংশ নেবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল সকালে মালয়েশিয়ান মন্ত্রী জনশক্তি রপ্তানি নিয়ে বৈঠক করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সঙ্গে। কাল দুপুরে সাক্ষাত করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে।