ঢাকা সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ০৭:৩৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩০ বার পড়া হয়েছে
দিনভর উৎসব মুখোর পরিবেশে ঢাকা উত্তর সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। উত্তরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদে ৭টি আর সংরক্ষিতসহ কাউন্সিলর পদে ৪৬৩টি মনোনয়ন জমা পড়েছে। মনোনয়নপত্র জমা দিয়ে ইভিএমের নির্বাচনকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই অনুষ্ঠিত হবে। আর বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, বিতর্ক বাড়াতে নির্বাচনে ইভিএম ব্যবহার করছে নির্বাচন কমিশন। সবার সাথে সংলাপের মাধ্যমে এসব সমস্যার সমাধানের পথে আসতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান তিনি।
৩০ জানুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে উত্তর রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। মনোনয়পত্র জমা দিয়ে নির্বাচিত হলে পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি ইভিএমের পক্ষে বিপক্ষে মতামত তুলে ধরেন প্রার্থীরা।
দুপুরের আগেই মনোনয়পত্র জমা দিতে আসেন আওয়ামী লীগের মনোনীত প্রাথী আতিকুল ইসলাম। রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র তুলে দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। কথা বলেন ইভিএম নিয়েও। আর শেষ পর্যন্ত বিএনপিকে মাঠে থাকার আহবান জানান আতিকুল ইসলাম।
দুপুরের পর মনোনয়পত্র জমা দিতে আসেন বিএনপি প্রার্থী তাবিথ আউয়াল। রির্টানিং কর্মকর্তা আবুল কাশেমের হাতে মনোনয়পত্র জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সিটি নির্বাচন সুষ্ঠু হবে না উল্লেখ করে গণতন্ত্র রক্ষায় শেষ পর্যন্ত মাঠে থাকার প্রত্যয় জানান তাবিথ আউলয়াল।
বিকেলে মনোনয়পত্র জমা দেন জাতীয় পার্টির প্রার্থী কামরুল ইসলাম। এসময় তিনি সিটি নির্বাচন সুষ্ঠু হবে জানিয়ে নির্বাচিত হলে প্রয়াত মেয়র আনিসুল হকে অসমাপ্ত কাজ সম্পন্ন করার কথা জানান।
নির্বাচনে আচরনবিধি লঙ্গন না করার কথা জানিয়ে উৎসবের নির্বাচন যেন সংঘর্ষপুর্ণ না হয় সে দিকে খেয়াল রাখতে প্রাথীদের প্রতি আহবান জানান উত্তরের রির্টানিং কর্মকর্তা। আচরণবিধি লঙ্গন হলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান আবুল কাশেম।