ঢাকা-সিলেট মহাসড়কের ফোরলেন নির্মাণে গুনগত মান নিয়ে সেতুমন্ত্রীর ক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৭৪১ বার পড়া হয়েছে
ঢাকা-সিলেট মহাসড়কে ফোরলেন নির্মাণের গুণগত মান নিয়ে ক্ষোভ জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, শুরু থেকেই ভুলে ভরা এই প্রকল্প উন্নয়নের কাজ। এতে প্রতিনিয়ত বাড়ছে জনদুর্ভোগ।
ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় ওয়ার্ক প্যাকেজ-৩ এর চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন সেতুমন্ত্রী। যৌথ ভাবে চীন ও বাংলাদেশের তিনটি কোম্পানি এই প্রকল্পের নির্মাণকাজ বাস্তবায়ন করবে। এর মধ্যে চীনের কোম্পানি দুইটি হলো- চেসিইটিস ও এসএলজিসি এবং বাংলাদেশের পিডিএল। এতে খরচ ধরা হয়েছে ১ হাজার ৮৫ কোটি ৩৪ লাখ ৭৬ হাজার ৮৩০ টাকা।