ঢাকা-১৭’র উপনির্বাচনে ১৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
- আপডেট সময় : ০৯:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩
- / ১৬০৫ বার পড়া হয়েছে
মাস ছয় পরে জাতীয় নির্বাচন, তবুও শূণ্য ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে সরগরম রাজনৈতিক মহল। এ উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে, আওয়ামী লীগসহ ৫ রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আলোচিত হিরো আলম বলেছেন, বগুড়ায় নয়-ছয় করে হারানোর প্রতিবাদে ঢাকায় প্রার্থী হয়েছেন। আর আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত বলেন, প্রতিপক্ষ দৃশ্যত না থাকলেও আড়ালে আছে।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪ জন প্রর্থী। শেষ দিনে রাজধানীর আগারগাঁও নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খানের কাছে মনোনয়ন জমা দেন আওয়ামী লীগের মোহাম্মাদ এ আরাফাত। সর্বোচ্চ ৫ জন কর্মী-সমর্থক নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানেননি আরাফাত।
জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব) সিকদার আনিসুর রহমান, সতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিপক্ষহীন নির্বাচনে প্রার্থী হয়ে কেমন লাগছে- এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ এ আরাফাত বলেন, প্রতিপক্ষরা দৃশ্যত না থাকলেও নেপথ্যে আছে। জাতীয় পার্টির প্রার্থী মেজর (অব) সিকদার আনিসুর রহমান বলেন, নির্বাচনের মাঠে লডাই করবেন তিনি।
স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেন, বগুড়ার দুই উপনির্বাচনে নয়-ছয় করে তাকে হারানো হয়েছে। প্রতিবাদ জানাতেই প্রার্থী হয়েছেন তিনি। এদিকে রিটার্নিং কর্মকর্তা জানান, আইন বিধি অনুয়ায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৫ মে সংসদ সদস্য ও নায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়।