ঢাকা-১৭ আসনের নির্বাচন কাল
- আপডেট সময় : ০২:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
- / ১৭৫৭ বার পড়া হয়েছে
ঢাকা-১৭ আসনের নির্বাচন কাল। নির্বাচনী পরিবেশ সন্তোষজনক বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসাইন। সন্ধ্যায় ভোট কেন্দ্র পরিদর্শনে যাবেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবীবুল আউয়াল।
শান্তিপূর্ণ ভোট গ্রহণে ঝুঁকিপূর্ণ কয়েকটি কেন্দ্র চিহ্নিত করে পর্যাপ্ত নিরাপত্তা নেয়া হয়েছে। ১০ প্লাটুন বিজিবিসহ দায়িত্ব পালন করবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোট হবে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে। প্রতিটি কেন্দ্র থাকবে সিসিটিভি ক্যামেরা। ব্যালট পেপার দেয়া হবে ভোটের দিন ভোর পাঁচটায়। বিকাল চারটার মধ্যে সব কেন্দ্র পৌঁছে যাবে সরঞ্জাম। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতে নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হবে এবং জাতীয় নির্বাচনে আগে এটি হবে একটি মডেল নির্বাচন বলেও জানান মনির হোসাইন খান।