ঢাকা ১৭ নির্বাচনে আবার প্রমান হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : মান্না
- আপডেট সময় : ০১:০৭:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৭৬৩ বার পড়া হয়েছে
হিরো আলমের উপর আক্রমণ কোনো একক ব্যক্তির ওপর নয়, এটা দেশের ১৭ কোটি মানুষের উপর আক্রমণ বলে মন্তব্য করেছেন জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেছেন, বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আর নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা ১৭ আসনে উপ-নির্বাচনে আবার প্রমান হয়েছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। দুপুরে মিরপুরে গনতন্ত্র মঞ্চের পদযাত্রা পূর্ব সমাবেশে এসব কথা বলেন তারা। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজধানীর মিরপুরে পদযাত্রা কর্মসূচি পালন করে গনতন্ত্র মঞ্চ।
পদযাত্রা পূর্ব সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, শান্তি সমাবেশের নামে অশান্তি করছে আওয়ামী লীগ।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, হিরো আলমের উপর হামলার দায় সরকার এড়াতে পারে না। নির্বাচনী দায়িত্ব পালনে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে।
সমাবেশ শেষে পদযাত্রা বের হয়ে মিরপুর-১২ থেকে মিরপুর -১০ নম্বর গোল চক্করে গিয়ে শেষ হয়।